জেলা প্রশাসকের কার্যালয়- এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: DC Office Job Circular 2021 প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ ১৪-১২-২০২০ তারিখে একাধিক শূন্য পদে নিয়োগের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সর্বমোট ৩ টি ক্যাটাগরির জন্য নিয়োগ দেওয়া হবে। তবে এই ৩ ক্যাটাগরিতে ৩ জনকে নিয়োগ দেবে DC Office Authority বা জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃপক্ষ।
DC Office Job Circular 2021 এ পদের সংখ্যা এবং বেতন

শুরুতেই বলে রাখা ভালো, এটি একটি সরকারী (Govt Job) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এই সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখান থেকে বিস্তারিত জানতে পারবেন।
পদের নাম (Post Name): বেয়ারার
পদসংখ্যা (Number of Post): ০১ টি
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স (Age Limit): ১৮-৩০ বছর
বেতন (Salary): ৮,২০০-২০,০১০ টাকা।
গ্রেড: ২০
পদের নাম (Post Name): মালি
পদসংখ্যা (Number of Post): ১ টি
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স (Age Limit): ১৮-৩০ বছর
বেতন (Salary): ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেড: ২০
পদের নাম (Post Name): পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা (Number of Post): ১ টি
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স (Age Limit): ১৮-৩০ বছর
বেতন (Salary): ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেড: ২০
জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের সময়সূচি
আপনার যদি সার্কুলারে উল্লেখিত যোগ্যতা থাকে এবং আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয় পরিদপ্তর-এ উপরোক্ত পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকনে, তাহলে অবশ্যই আপনাকে আবেদনের সময়সূচি জানতে হবে। যা আমরা এখানে উল্লেখ করেছি। Let’s check DC Office Job Apply Date from here.
আবেদন শুরুর সময়: ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
DC Office Job Circular ডাউনলোড করুন
আপনি যদি DC Office Job Circular সম্পর্কে সম্পূর্ন তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে সার্কুলারটি ডাউনলোড করতে হবে। আপনারা এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। অথবা আমাদের ওয়েবসাইট থেকেও সরাসির ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো। So Download DC Office Job Circular PDF or Image.

আরো দেখুন : BD Navy Job Circular 2021